গাংনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছেঁউটিয়া নদীর অবৈধ বাঁধ অপসারণ

 

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বিভিন্ন নদ-নদীতে অবৈধ বাঁধ দিয়ে মাছ নিধনকারীদের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস। গত সোমবার দুপুরে ছেঁউটিয়া নদীর কয়েটি বাঁধ অপসারণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, মৎস্য সম্পদ সংরক্ষণ আইন অনুযায়ী মুক্ত জলাশয়ে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার দণ্ডনীয় অপরাধ। তাই দেশীয় মাছের বংশবিস্তারের লক্ষ্যে বাঁধ অপসারণ করা শুরু হয়েছে। প্রথম দিনের অভিযানে মহিষাখোলা ও কষবা এলাকা থেকে ৬টি অবৈধ বাঁধ অপসারণ করা হয়। অভিযানে নেতৃত্বে ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম। উপজেলা নির্বাহী অফিসার দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, যেকোনো মূল্যে অবৈধ অপসারণ করা হবে। প্রথমিকভাবে অবৈধ বাঁধ প্রদানকারীদের সতর্ক করা হয়েছে। অপসারিত না হলে দু-এক দিনের মধ্যেই আবারো ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে অবৈধ বাঁধ প্রদানকারীদের শাস্তি নিশ্চিতপূর্বক সব বাঁধ অপসারণ করা হবে।