গাংনীতে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

গাংনী প্রতিনিধি: আলামিন নামের এক মাদকব্যবসায়ীকে ৩৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে বামন্দী এলাকা থেকে তাকে গাংনী থানা পুলিশের একটি দল গ্রেফতার করে। এ ফেনসিডিলের মূলহোতা মথুরাপুর গ্রামের চিহ্নিত মাদকব্যবসায়ী তারিক ও রিপন বলে জানা গেছে। গ্রেফতার আলামিন হোসেন পলাশীপাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

গাংনী থানা সূত্রে জানা গেছে, সীমান্ত থেকে ফেনসিডিল নিয়ে বামন্দীর দিকে আসছিলো আলামিন। এ সময় গাংনী থানা এসআই আবু বক্কর, এসআই বখতিয়ার খালেদ ও এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি অভিযান দল তাকে ৩৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করতে সক্ষম হয়। গতকালই তার নামে গাংনী থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

এদিকে আলামিন গ্রেফতার হলেও ফেনসিডিলের মূলহোত মথুরাপুর গ্রামের তারিক ও রিপন। গ্রেফতার আলামিন হোসেন তাদের সহযোগি ও ফেনসিডিল বহনের কাজে নিয়োজিত। সীমান্ত এলাকাজুড়ে এ দুজনের ফেনসিডিল ব্যবসা এখন জমজমাট বলে এলাকার বিভিন্ন সূত্রে জানা গেছে। গত বৃহস্পতিবার ওই সীমান্ত থেকে বিজিবি যে ১০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে তার মালিকও তারিক ও রিপন বলে জানা গেছে।