গাংনীতে পুলিশ পরিচয়ে ক্ষুদ্র ব্যবসায়ী অপহৃত

 

গাংনী প্রতিনিধি: গাংনীর পল্লী আমতৈল গ্রাম থেকে গত বুধবার বিকেলে পুলিশ পরিচয়ে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে বাজার মোড় থেকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে গেছে। ১ দিন পার হয়ে গেলেও অপহৃত আবুল কালামেরে (৩২) খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে গাংনী, আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা থানায় খুঁজেও অপহৃতের কোনো সন্ধান মেলেনি। ফলে পরিবারের লোকজন উদ্বিগ্ন। আবুল কালামের ভাগ্যে কি ঘটেছে তারা তা জানে না। অপহৃতের স্ত্রী ফরিদা খাতুন জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আমতৈল মানিকদিয়া গ্রামের ৩ রাস্তার মোড়ে আমার স্বামী আবুল কালাম পিঁয়াজু বড়া ভাঁজছিলো। এ সময় ৩ জন লোক পুলিশ পরিচয়ে আমার স্বামীকে সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি হিসেবে হাতে হাতকড়া লাগিয়ে তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ পরিচয়ে কালামকে নিয়ে যাওয়ার সময় পরিবারকে জানায়, আমরা হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে নিয়ে গেলাম। ক্যাম্পে যোগাযোগ করবেন। হাটবোয়ালিয়া ক্যাম্পে না পেয়ে আমার প্রতিবেশী মন্টুর মাধ্যমে জানতে পারি যে, কালামকে আলমডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে রাত ১০টার দিকে আলমডাঙ্গায় গেলেও সেখানেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর চুয়াডাঙ্গা থানায় খোঁজ নিয়েও অপহৃতের কোনো সন্ধান মেলেনি।