গাংনীতে দুটি দোকানে চুরি

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা শহরের দুটি দোকানে দুধর্ষ চুরি হয়েছে। এতে ২০ লক্ষাধিক টাকার মামলায় চুরি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। গত বৃহস্পতিবার রাতে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, গাংনী থানা সড়কের সিদ্দিকীয়া সিনিয়র (আলিম) মাদরাসার পাশে আব্দুর রাজ্জাকের সাগর সাইকেল স্টোর থেকে ৪ লক্ষাধিক ও জাহিদ হোসেনের মহুয়া এন্টারপ্রাইজ থেকে ১৫ লক্ষাধিক টাকার কীটনাশক চুরি করে নিয়ে গেছে চোরের দল। স্থানীয় সূত্রে জানা গেছে, মিলন ও রাজ্জাকের দোকানের সমানে গভীর রাতে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখেছেন অনেকেই। ওই গাড়ি দোকানের সামনে দাঁড় করিয়ে রাস্তার দিক আড়াল করেই চোরেরা তালা ভেঙে নির্বিঘেœ চুরি করে পালিয়েছে। তবে চুরির ঘটনায় বাজার প্রহরা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে চুরির খবর পেয়ে গাংনী বাজারের নবনির্বাচিত কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান, সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিক, সহসাধারণ সম্পাদক কামাল হোসেনসহ বাজার কমিটি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত চোর গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য পুলিশের প্রতি অনুরোধ করেছেন তারা। গতকালই থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী দু’ব্যবসায়ী।