গাংনীতে জাপানের অর্থায়নে নির্মিত বিদ্যালয় ভবন উদ্বোধন

 

 

গাংনী প্রতিনিধি: দ্য জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন ফাউন্ডেশনের অর্থায়নে ১কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত মেহেরপুর গাংনী উপজেলার করমদি পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় দ্বিতল ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ওই ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর সুষমা আকাইমা প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সন্ধানী সংস্থার প্রধান পৃষ্টপোষক প্রফেসর ডক্টর মোখলেছুর রহমান, ফাউন্ডেশনের অফিস স্টাফ নায়োকো ইতো, সন্ধানী সংস্থার পরিচালক আবু জাফর ও সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানের পর আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপজেলায় শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দ্য জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে গাংনীর সন্ধানী সংস্থা।