গাংনীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার

চাঁদাবাজি বন্ধ না হলে পুলিশের গুলি বন্ধ হবে না

 

গাংনী প্রতিনিধি: পুলিশ জনতা ভাই ভাই সন্ত্রাসীদের রক্ষা নাই, এ স্লোগানে গতকাল রোববার দুপুরে মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদ চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ বলেন, আজ থেকে আপনারা আর কোনো সন্ত্রাসী কিংবা চাঁদাবাজকে চাঁদা দেবেন না। চাঁদাবাজ সে যেই হোক না কেন পুলিশের হাত থেকে বাঁচতে পারবে না। পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে না। সন্ত্রাসী যে হোক তাদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। চাঁদাবাজ নিমূর্লে পুলিশকে সহযোগিতার আহ্বান জানালেন তিনি। অনষ্ঠানে সভপাতিত্ব করেন বামন্দী ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস। বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বামন্দীর বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান, ইছার উদ্দিন, সিরাজুল ইসলাম, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, সম্পাদক মনিরুজ্জামান আতুসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্প্রতি চাঁদাবাজদের অত্যচারে অতিষ্ঠ ব্যবসায়ীরা। বিশেষ করে ইটভাটা গুলোতে চলছে চাঁদবাজদের মহোৎসব। চাঁদা না দিলে ঘটছে বোমা বিস্ফোরণের ঘটনা। প্রতিনিয়তই দেয়া হচ্ছে মোবাইলফোনে প্রাণনাশের হুমকি। কিন্তু চাঁদাবাজদের তেমন কেউ গ্রেফতার হচ্ছে না। তাই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থ্য গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে সহযোগিতা চান ব্যবসায়ীরা।