গাংনীতে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার গাংনীতে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রাম থেকে আবুল কালামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। আবুল কালাম এ উপজেলার মানিকদিয়া গ্রামের আব্দুল আজিতের ছেলে। এর আগে তার নামে অস্ত্র ও ডাকাতির ঘটনায় দুটি মামলা রয়েছে।  গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আবুল কালাম জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। সে অস্ত্র নিয়ে ভোলাডাঙ্গা বাজারে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই বখতিয়ার খালেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। অভিযানে তাকে অস্ত্র ও একটি কার্তুজসহ গ্রেফতার করা হয়। তার নামে গাংনী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে। তবে আবুল কালামের পরিবারের অভিযোগ, এলাকার প্রতিপক্ষের লোকজন তাকে ষড়যন্ত্রের ফাঁদে ফেলে ফাঁসিয়েছে। আবুল কালাম বড়া বিক্রি করে সংসার চালাচ্ছেন। সে কোনো খারাপ কাজের সাথে জড়িত নয়।