খুন করাই যার নেশা

 

মাথাভাঙ্গা মনিটর: ৪১টি খুন করেও ধরা পড়েনি সে। ৪২তম খুন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে ঠাণ্ডা মাথার খুনি সেলসন। খুন করাই যার নেশা। গত বৃহস্পতিবার ব্রাজিলের গ্লোবো টিভিকে দেয়া সাক্ষাৎকারে পুলিশ এ তথ্য জানায়। মাত্র ১৭ বছর বয়সে জীবনে এক নারীকে খুন করি। এতে বেশ আনন্দ পেলাম। তারপর আমি এটা চালিয়ে যেতে লাগলাম। মানুষ বিশেষ করে নারীদের খুনের ব্যাপারটা ভালোই উপভোগ করতাম। পুলিশের হাতে আটক হয়ে ব্রাজিলের ২৬ বছর বয়সী  কৃষ্ণাঙ্গ তরুণ সেলসন এভাবেই স্বীকারোক্তি দিয়েছেন পুলিশের কাছে। দশ বছরে ৪১ জনকে খুন করেছে সে। শেষমেশ এক নারীকে হত্যার সময় পুলিশ সেলসন হোসে দাস নামে এই তরুণকে  গ্রেফতার করেছে।পুলিশ কমিশনার পেদ্রো হেনরিক মেদিনা জানান, সেলসন শুধু শেতাঙ্গ নারীদের হত্যা করতেন। এ পর্যন্ত সে কোনো কৃষ্ণাঙ্গ নারীকে হত্যা করেননি। তার স্বীকারোক্তি অনুযায়ী এ পর্যন্ত চার নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধারের অভিযান চলছে। সেলসন পুলিশকে জানান, গত দশ বছরে এ যাবত মোট ৪১ জনকে হত্যা করেছেন। এদের মধ্যে ৩৭ জন নারী। তিনজন পুরুষ এবং দু বছরের একটি শিশুও রয়েছে। এক নারীকে হত্যার সময় শিশুটিকে হত্যা করা হয়েছিলো। কারণ তার ভয় হচ্ছিলো, শিশুটি ওই সময় চিৎকার দিলে প্রতিবেশীরা জেনে যেতে পারে। তবে এ কর্মকাণ্ডের জন্য কোনো অনুতাপ নেই জানিয়েছে সেলসন। খুনের ঘটনা স্বীকার করে ভয়ঙ্কর এ খুনি পুলিশকে জানায়, খুনের জন্য যদি ১০, ১৫, ২০ বছরের জন্য জেল  হয় পরোয়া করি না। বের হয়েই আবার একই কাজ করবো।