কোমরপুর মসজিদের কমিটি গঠন করাকে কেন্দ্র করে মসজিদের ভেতরে মারামরি

 

ষ্টাফ রিপোর্টার: কার্পাসডাঙ্গা ইউনিয়নের পূর্বপাড়ার জামে মসজিদের কমিটি গঠন করাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন মুসল্লি আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে এসে উশৃঙ্খল ২ ব্যক্তিকে আটক করে ফাঁড়িতে নেয়। গত শুক্রবার পবিত্র জুম্মার নামাজের সময় কোমরপুর পূর্বপাড়ার জামে মসজিদে নামাজপড়ার আগে কিছু উশৃঙ্খল ব্যক্তি মসজিদের নতুন একটি কমিটি গঠন করতে বলে নিজেরাই ইচ্ছেমতো কমিটি গঠন শুরু করে। এ সময় উপস্থিত মুসল্লিরা প্রতিবাদ করলে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে কিলঘুষি মারতে শুরু করে কোমরপুর গ্রামের আজিজুর, কুদ্দুস, আনোয়ার ফরজ, রুহল ও আক্কাস। এতে করে বেশ কিছু মুসল্লি আহত হন। এ সময় মসজিদের ইমামকে হত্যার হুমকিধামকি দেয়। দ্রুত খবর দেয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় উশৃঙ্খলের অভিযোগে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ গ্রেফতার করে তালেব ও আজিজুলকে। পরে তারা দুজন মুসল্লিদের কাছে ক্ষমা চেয়ে পুলিশের কাছে থেকে মুক্ত হয়। বর্তমান মসজিদ কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জানান, আমিরুলের ছেলে আজিজুল মসজিদের ভেতর ঢুকে বলে নামাজ পরে হবে আগে মসজিদের কমিটি গঠন করবো আমরা। তার কথায় ক্ষিপ্ত হয়ে ওঠে মুসল্লিরা। এর একপর্যায়ে মসজিদের ভেতরেই মারামারির ঘটনা ঘটে।