কোটচাঁদপুরে বোমা সাদৃশ্য ৫টি বস্তু উদ্ধার

 

 

কোটচাঁদপুর প্রতিনিধি: গত মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুর পল্লির এক পুকুর পাড় থেকে বোমা সাদৃশ্য ৫টি বস্তু উদ্ধার করেছে উপজেলার লক্ষ্মীপুর ফাঁড়ি পুলিশ। তবে এগুলো আসলে বোমা কি-না তা ৩দিনেও নিরুপণ করতে পারেনি পুলিশ।

জানা গেছে, ঈদের দিনদুপুরে উপজেলার শ্রীরামপুর গ্রামের কাজি বাড়ির অপর প্রান্তে পুকুর পাড়ে একটি চটের ব্যাগে বোমা সাদৃশ্য ৫টি বস্তু দেখতে পায় এলাকাবাসী। এতে এলাকায় চরম ভীতির সৃষ্টি হয়। বিষয়টি পার্শ্ববর্তী লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়িতে জানালে ফাঁড়ি ইনচার্জ এএসআই হুমায়ুন কবির ঘটনাস্থলে এসে বোমা সাদৃশ্য ব্যাগটি উদ্ধার করেন। এব্যাপারে এএসআই হুমায়ুন কবির বলেন, ছোট ছোট বল আকারের লাল ও কালো টেপ দিয়ে পেচানো এই বোমা স্বাদৃশ্য বস্তুগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। পরীক্ষা করা ছাড়া বলা যাচ্ছেনা এগুলো আসলে বোমা কি না। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদেরকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলার জন্য এ প্রতিবেদক কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমানের সাথে মোবাইলফোনে কয়েক বার যোগাযোগ করার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি।