কোটচাঁদপুরে বিয়ের পিঁড়িতে বসতে হলো না শিশু শেখার

স্টাফ রিপোর্টার:  গতকাল বুধবার সকালে কোটচাঁদপুর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বাল্যবিয়ের হাত থেকে কুশনা ইউনিয়নের বকশিপুর গ্রামের এক স্কুলছাত্রীকে রক্ষা করল।

প্রাপ্ত সূত্রে প্রকাশ, মানবাধিকার সংগঠন আরডিসির হটলাইনে একটি সংবাদ আসে কোটচাঁদপুর উপজেলার বকশিপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী শেখা খাতুনের বিয়ে হচ্ছে। সংবাদটি জরুরিভিত্তিতে কোটচাঁদপুর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা খাতুনকে জানালে তিনি তাত্ক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানাকে সাথে নিয়ে ঐ বাড়িতে হাজির হন। মেয়ের পিতা-মাতা ও মেয়ের সাথে আলোচনা করে বিবাহ বন্ধ করেন। মেয়ের পিতা-মাতা অঙ্গীকারবদ্ধ হন যে, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ঐ মেয়েকে তারা আর বিয়ে দেবেন না।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা খাতুন জানান, তারা বাল্য বিয়ের ব্যাপারে কঠোর অবস্থানে আছেন। এ ধরনের সংবাদ পেলেই তারা জরুরি পদক্ষেপ নেবেন।