কোটচাঁদপুরে দুর্ঘটনায় আহত আমির হামজা মারা গেছে

 

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের দুধসরা সড়কে লিমা বেকারির সামনে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জনের মধ্যে বাইসাইকেল আরোহী আমির হামজা সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

রোববার দুপুরে শহরের চা-রুটি বিক্রেতা মালাধারপুরের অরযত আলীর ছেলে আমির হামজা (২৫) বেকারি থেকে রুটি, বিস্কুট আনতে দুধসরা সড়কের লিমা বেকারিতে যাচ্ছিলো। এ সময় অপরদিক থেকে একটি মোটরসাইকেলে দ্রুতগতিতে আসা কোটচাঁদপুর শহরের বানিয়াপাড়ার আবু তালেবের ছেলে সুমন (১৮) ও গাবতলাপাড়ার ইউনুচ আলীর ছেলে রাব্বি (২০) আসছিলো। এ সময় চালক মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে না পারায় বাইসাইকেল আরোহীর ওপর তুলে দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর বাইসাইকেল আরোহী আমির হামজা ও মোটরসাইকেল আরোহী রাব্বিকে গুরুতর অবস্থায় যশোর আড়াইশ বেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আমির হামজার অবস্থার অবনতি হওয়ায় বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হলেও সোমবার দুপুরে সে মারা যায়।