কোটচাঁদপুরে গণহিস্ট্রিয়ায় আক্রান্ত হয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ্য

 

ঝিনাইদহ প্রতিনিধি: কোটচাদপুর উপরেজলার আসাননগর-কুল্লাগাছা মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার সকালে গণহিস্ট্রিয়া রোগে আক্রান্ত হয়ে আরো ৫ ছাত্রী অসুস্থ্য হয়ে পড়েছে। অসুস্থ্য ৫ শিক্ষার্থীকে কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এই নিয়ে গত ৩ দিনে ১৫ শিক্ষার্থী গণহিস্ট্রিয়া রোগে আক্রান্ত হয়। এ ঘটনায় অন্য শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুর রহমান জানান, গত ৩ দিনধরে মেয়েদের মধ্যে এ রোগ দেখা দিচ্ছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার পরই অসুস্থ্য হয়ে পড়ছে। তিনি আরও জানান, মাথা ঘোরা, বমির সাথে সাথে তারা অজ্ঞান হয়ে যাচ্ছে। গত রোববার ৭ম শ্রেণির ছাত্রী রিমি, সপ্তম শ্রেণির ছাত্রী স্মৃতি, স্মৃতি বিশ্বাস, নদিয়া, জ্যোতি, ফারহানা, মুক্তি, শারমিন, সকিনা এবং মঙ্গলবার ৮ম শ্রেণির ছাত্রী মিতা, নবম শ্রেণির ছাত্রী অহনা, তামান্না ও তানিয়া অসুস্থ্য হয়ে পড়ে। অসুস্থ্যদের প্রাথমিকভাবে ও কয়েকজনকে কোটচাদপুর হাসপাতালে ভর্তি করা হয়। কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. প্রভাষ  কুমার দাস জানান, মূলত এটি মাসসাইকোলিজ ইলনেস রোগ। এটি সাধারণত প্রচণ্ড গরম থেকে হয়। একজন আক্রান্ত হলে অন্যরা আতঙ্কগ্রস্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়ে। তবে এটি  নিয়ে কারো ভয়ের কোনো কারণ নেই।