কেরুজ শ্রমিক রফিকুলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন

দর্শনা অফিস: কেরুজ শ্রমিক রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা মামলায় এখনো পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। হামলা ঘটনার সাড়ে তিন মাসের মাথায় সাংবাদিক সম্মেলন করেছেন আহত রফিকুল ইসলাম। আ.লীগ নেতা দাউদ ও ছাত্রলীগ নেতা মনিরের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন রফিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব দর্শনার কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আওয়াল হোসেন। রফিকুল ইসলাম লিখিত বক্তব্য পাঠে বলেন, কোনো কারণ ছাড়ায় গত ১১ জুন রাতে কেরুজ মিলপাড়ার আ.লীগ নেতা দাউদ হোসেনের নির্দেশে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মনির সরদারসহ বেশ কয়েকজন তার ওপর হামলা চালিয়ে আহত করে। এ ঘটনায় রফিকুলের স্ত্রী বাদী হয়ে দু দিন পর দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারের কারো নাম উল্লেখ করা না থাকলেও রফিকুল হাসপাতাল থেকে বাড়ি ফিরে পুলিশের কাছে দাউদ ও মনির সরদারের নাম প্রকাশ করে। রফিকুলের অভিযোগ আরো বলা হয়েছে, দীর্ঘদিন পেরিয়ে গেলেও অজ্ঞাত কারণে পুলিশ কাউকে গ্রেফতার করেনি। এদিকে মনির সরদার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেছেন, এ ঘটনার কিছুই তিনি জানেন না। তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর অপচেষ্টা করা হচ্ছে।