কেরুজ ছয়ঘরিয়া বাণিজ্যিক খামারের আখক্ষেতে মানুষের মাথার খুলি : উৎসুক মানুষের ভিড়

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের কেরুজ ছয়ঘরিয়া বাণিজ্যিক খামারের আখক্ষেতে ধড়বিহীন মানুষের মাথার খুলি পড়ে রয়েছে। প্রশাসনের নিকট মুখ খুলতে সাহস পাচ্ছে না এলাকাবাসী। মাথার খুলির পরে পাওয়া গেছে রক্তমাখা লুঙ্গি।

এলাকাবাসী জানায়, গত ৪/৫ দিন আগে ছয়ঘরিয়া কেরুজ বাণিজ্যিক খামারের বি-ব্লকে আখ কাটার কাজ করছিলো লেবাররা। এ সময় তারা একটি মানুষের মাথার খুলি পড়ে থাকতে দেখে। পরে খুলিটি হাতে নিয়ে জনৈক লেবার মাথার একাংশে আখের টুকরা দিয়ে খুলিটি মাটি থেকে একটু উঁচু করে রেখে দেয়। গতকাল পুনরায় একই মাঠ থেকে আখ কাটা লেবাররা রক্তমাখা লুঙ্গি পড়ে পেয়েছে বলে জানা গেছে। পুলিশি ঝামেলা এড়াতে এলাকাবাসী পুলিশের কাছে মুখ খোলেনি। মাথার খুলি নিয়ে রীতিমত রহস্য দেখা দিয়েছে। তবে এলাকাবাসী জানায়, ৪/৫ মাস আগে এ মাঠে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডুর একজন খুন হয়েছিলো। সে সময় ওই লাশের ধড় পাওয়া গেলেও মস্তক পাওয়া যায়নি। অনেকেই ধারণা করছেন, এ খুলিটি হয় তার হতে পারে। যে মামলাটি সিআইডি পুলিশ তদন্ত করছে বলে চুয়াডাঙ্গা সদর থানাসূত্রে জানা গেছে।