কেরুজ আড়িয়া বাণিজ্যিক খামারের ইনচার্জ লাঞ্ছিত : ৪ শ্রমিক চাকরিচ্যুত

 

স্টাফ রিপোর্টার: দর্শনা কেরুজ চিনিকলের আড়িয়া কৃষি খামারের ইনচার্জ ইলিয়াস হোসেনকে কয়েকজন শ্রমিক লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে ৪ শ্রমিককে সাময়িক চাকরিচ্যুত করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলেছেন, চাকরিচ্যুত শ্রমিকরা হলেন- বজলুর রহমান, রেজাউল হক, তানজির হোসেন ও মোজাম। গত রোববার সকালে সাড়ে ৭টার দিকে কৃষি খামার ইনচার্জ আড়িয়া বাণিজ্যিক খামারে দাপ্তরিক কাজ করছিলো। এ সময় ৮-১০ জন শ্রমিক বাড়তি সুবিধা নেয়ার জন্য দাবি করে। কিন্তু খামার ইনচার্জ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাজ দিতে অপারগতা প্রকাশ করে। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পিটিয়ে তাকে লাঞ্ছিত করে এবং তার সাথে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয়।

এদিকে ঘটনার পর খবর পেয়ে কেরুজ ডিজিএম ফার্ম মো. ইমতিয়াজ হোসেন ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটির তদন্ত করে দোষী প্রমাণিত হওয়ায় রাতেই কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন ওই ৪ শ্রমিককে চাকরিচ্যুত করেন।