কেজরিওয়ালের সভায় গাছে ঝুলে কৃষকের আত্মহত্যা

মাথাভাঙ্গা মনিটর: জমি অধিগ্রহণ বিলের বিরুদ্ধে দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সভায় প্রকাশ্যে গাছে ঝুলে আত্মহত্যা করেছেন এক কৃষক। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। ফসলের ক্ষতির কথা জানিয়ে একটি সুইসাইড নোট লিখে রেখে গেছেন তিনি। বুধবার দিল্লির যন্তরমন্তরের সভামঞ্চে দলটির নেতারা ভাষণ শুরুর পর পরই গাছে চড়ে নিজের কাপড় থেকে ফাঁস বানিয়ে ঝুলে পড়েন ওই কৃষক। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্যবিমূঢ় কয়েকজন গাছে চড়ে তাকে নামিয়ে আনেন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। পুলিশ মৃত ব্যক্তির কাছ থেকে একটি সুইসাইড নোট ও মোবাইল নম্বর পেয়েছে। আত্মহত্যা করা ওই কৃষকের নাম গজেন্দ্র। তার বাড়ি রাজস্থানের দৌসা জেলায়। সুইসাইড নোটে তিনি লিখেছেন, আমার তিনটি সন্তান রয়েছে। ঘরে খাবার কিছু নেই। আমার ফসল নষ্ট হয়ে গিয়েছে। বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে আঙুল তুলেছেন আম আদমি পার্টির নেতা কুমার বিশ্বাস। তিনি প্রশ্ন তোলেন, পুলিশ কেন সক্রিয় হলো না? ঘটনাটিকে মোদী সরকারের ষড়যন্ত্র আখ্যা দিয়ে অভিযোগ করেন, কেজরিওয়াল সরকারকে কালিমালিপ্ত করার চক্রান্ত চলছে।