কৃষির উন্নয়নের জন্য তেল সার পৌঁছে দেয়া হচ্ছে কৃষকদের দোরগোড়ায়

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে ইউনিয়ন কৃষকলীগের সম্মেলনে আশাদুল হক বিশ্বাস

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ও নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন শাখার কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। শঙ্করচন্দ্র ইউপি সদস্য আপিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজি আশাদুল হক বিশ্বাস। তিনি বলেন শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকদের উন্নয়নের জন্য যে স্বপ্ন দেখেছিলেন ঘাতক চক্র তার সেই স্বপ্ন পুরণ হতে দেয়নি, স্ব-পরিবারে হত্যা করা হয়েছিলো। কিন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর লালিত স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি জামায়াতের সময়ের মতো বর্তমানে কৃষকদের তেল সারের জন্য গুলি খেয়ে মরতে হয় না। তেল সার পৌঁছে যাচ্ছে কৃষকদের দোরগোড়াই। শিক্ষার মান বাড়ানোর জন্য বছরের প্রথমেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে। ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছে। দেশের মানুষ আর অন্ধকারে থাকে না। দেশের উন্নয়ন ধারাকে ধরে রাখতে হলে আগামীতে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য এলাকাবাসীকে আহ্বান জানান। জেলা কৃষক লীগের দফতর সম্পাদক রাকিব আহাম্মেদ জনির উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা কৃষকলীগের সভাপতি মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, সহ-সভাপতি সেলিম মল্লিক, আক্তার হোসেন, প্রচার সম্পাদক মহসিন আলি, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, যুগ্ম-আহ্বায়ক ইলতুত হোসেন আলো, মজিবুল হক, আলমডাঙ্গা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম, স্বপন, জাব্বারুল, আগুন, শঙ্করচন্দ্র ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান নুর আলীর ভাগ্নে রাকিব হাসান শিকদার মানিক, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, শঙ্করচন্দ্র ইউপি সদস্য ও যুবলীগ নেতা আশাবুল হক আশা, তোরাপ, শাহিন। ইউনিয়ন কৃষক লীগের কমিটিতে অধিক প্রার্থী থাকায় কমিটি ঘোষণা না করে আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি ঘোষণা করা হবে জানান।