কৃষকের আত্মহত্যা : ক্ষমা চাইলেন কেজরিওয়াল

মাথাভাঙ্গা মনিটর: সভা চলাকালে সভামঞ্চের পাশেই একজন কৃষকের আত্মহত্যার পরও বক্তৃতা বন্ধ না করায় ক্ষমা চেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী আমআদমি পার্টি (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এরপরও বিভিন্ন রাজনৈতিক দল কড়া ভাষায় কেজরিওয়ালের সমালোচনা করেছে এবং বলেছে এ ঘটনায় ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা পরিবেশমন্ত্রী প্রকাশ জাভাদেকার বলেন, ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়। কৃষকদের আপনার অফিসের শোপিস বা প্রদর্শনীর কোনো বস্তুতে পরিণত করতে পারেন না। আপনি আত্মহত্যার দৃশ্য মঞ্চস্থ করতে পারেন না। কংগ্রেস পার্টির নেতা আনন্দ শর্মা বলেন, ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়। তার (কেজরিওয়াল) যেটা করা উচিত ছিলো তিনি সেটা করেননি। বহুজন সমাজ পার্টির প্রধান মায়াওয়াতি বলেন, আমি কেজরিওয়ালকে বলতে চাই তিনি ক্ষমা চাইলেও ওই কৃষক আবার বেঁচে উঠবেন না। বুধবার দিল্লির যন্তরমন্তরে কেজরিওয়ালের সভামঞ্চের পাশেই একটি গাছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন রাজস্থানের দৌওসা জেলার কৃষক গজেন্দ্র সিংহ রাজপুত। এএপি কর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সভামঞ্চের পাশে কৃষক আত্মহত্যা করেছেন শোনার পরও কেজরিওয়াল ও তার আমআদমি পার্টি (এএপি) সমাবেশ বন্ধ করেননি। এ ঘটনায় ভারতজুড়ে ক্ষোভ সৃষ্টি করে এবং কেজরিওয়াল ও তার দলকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। কৃষক বঞ্চনা এবং কেন্দ্রের জমি অধিগ্রহণ বিলের প্রতিবাদ জানাতে ওই সভার আয়োজন করেছিলো এএপি।