কুড়ুলগাছির বিপাশার বিরুদ্ধে ভুয়া স্থায়ী ঠিকানা ব্যবহার করে চাকরি নেয়ার অভিযোগ

দামুড়হুদা সদর ইউনিয়ন পরিবার পরিকল্পনা অধিদপ্তের অধিনে ওয়ার্ড ভিত্তিক কর্মী নিয়োগে

 

স্টাফ রিপোর্টার: ভুয়া স্থায়ী ঠিকানা ব্যবহার করে সরকারি চাকুরি নেয়ার অভিযোগ উঠেছে। দামুড়হুদা কুড়ুলগাছি গ্রামের সেনা সদস্য মকলেছুর রহমানের স্ত্রী বিপাশা হায়াতের বিরুদ্ধে। অভিযোগকারী দামুড়হুদার ফকিরপাড়া বদর উদ্দেনের মেয়ে সাহিদা সুলতানা জানান, সম্প্রতি পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অধিনে ওয়ার্ড নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগের প্রার্থী হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয় নিজ ওয়ার্ডে স্থায়ী বাসিন্দা হতে হবে। অথচ বিপাশা নিজের স্থায়ী ঠিকানা গোপন করে পিতার বাড়ি ঠিকানা দিয়ে সরকারি চাকুরির সুযোগ নিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিবার পরিকল্পনা অধিদপ্তের অধীনে ওয়ার্ড ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়। এ নিয়োগের জন্য আবেদন করেন ফকিরপাড়ার সামছুল হকের মেয়ে বিপাশা হায়াত। বিপাশা হায়াতের প্রায় ৮ বছর আগে বিয়ে হয় দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের মৃত ফকির মোহাম্মদের ছেলে মকলেছুর রহমানের সাথে। সে সুবাদে বিপাশা হায়াত কুড়ুলগাছি ইউনিয়নের ভোটার তথা সেখানকার স্থায়ী নাগরিক। কিন্তু বিপাশা হায়াত নিজে স্থায়ী ঠিকানা গোপন করে জাতীয় পরিচয়পত্র জাল করে পিতার বাড়ির ঠিকানার কাজগপত্র দিয়ে প্রতারণা করে নিয়োগ গ্রহণ করেছেন। যা আইনের বর্হিভূত। এ ব্যাপারে বিপাশা হায়াতের সাথে যোগাযোগ করা হলে তিনি দামুড়হুদা ফকিরপাড়ার স্থায়ী ঠিকানার কোনো প্রমাণ দেখাতে পারেননি। তিনি বলেন এটা আমার অফিস দেখবে। বিপাশা হায়াতা স্থায়ী ঠিকানা জাল করে যে নিয়োগে গ্রহণ করেছে তা বাতিল করে তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে গ্রামবাসী।