কুষ্টিয়া ইবির গোপালপুরে আ.লীগের দু গ্রুপের সংর্ঘষে আহত ১০

 

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ারইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোপালপুর চরপাড়ায় আওয়ামী লীগের দুই পক্ষেরসংর্ঘষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫রাউন্ড গুলিবর্ষণ করলে শাওন (১৩) নামের এক ছাত্র গুলিবিদ্ধ হয়।

এলাকাবাসীসূত্রে জানা গেছে, কলেজছাত্রী সোনিয়াসহ (১৮) তিনজনকে এসিড নিক্ষেপেরঘটনায় বিরোধের জের ধরে গতকাল শনিবার সন্ধ্যায় গোপালপুর চরপাড়া গ্রামে আওয়ামীলীগের চেয়ারম্যান-মোস্তফা গ্রুপের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা স্বপনগ্রুপের সংর্ঘষ বাধে। এ সময় উভয়পক্ষের মধ্যে ইটপাটকেলের পাশাপাশি দেশীয়অস্ত্র ব্যবহার করা হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

স্থানীয়রাআহতদের মধ্যে মোজাম্মেল হক (৪০), বিউটি খাতুন (২০), বিশারত আলী (৩০), আহম্মদ আলী (১৫) ও কলেজছাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংর্ঘষ এড়াতে এবংপরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ১৫ রাউন্ড শটগানের ফাঁকা গুলিবর্ষণ করে।ইসলামীবিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল ইসলাম জানান, পরিস্থিতি সামলাতে ফাঁকা গুলিবর্ষণ করা হয়েছে। এ সংর্ঘষের সাথে জড়িত কাউকেআটক করতে পারেনি পুলিশ। এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৬ জুলাই গোপালপুর গ্রামে রাতে কলেজ ছাত্রী সোনিয়াসহ একই পরিবারের তিনজনকে এসিড নিক্ষেপ করলে তারা গুরুতর দ্বগ্ধ হয়।