কুষ্টিয়ায় সার্কিট হাউজে গুণীজনদের সাথে মতবিনিময়সভায় তথ্যমন্ত্রী ইনু

 

বিএনপিজামায়াত ষড়যন্ত্রের জাল তৈরির চেষ্টা চালাচ্ছে

কুষ্টিয়া প্রতিনিধি: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রের জাল তৈরি করার চেষ্টা চালাচ্ছে। ৭৫’র খুনিরা তাদের ধারকবাহক এবং দোসররা এখনো বাংলাদেশে সক্রিয় রয়েছে। ৭৫’র খুনিরা সংবিধানের বাইরে বাংলাদেশেকে ঠেলে দিয়েছিলো, যারা মুক্তিযুদ্ধকে নির্বাসনে পাঠিয়েছিলো, তাদেরই ধারক-বাহকরা রাজাকাররা, যুদ্ধাপরাধীরা, সাম্প্রদায়িক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত তারা এখনও চক্রান্ত করছে। গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়ায় সার্কিট হাউজে সিইসি দেশের গুণীজনদের সাথে মতবিনিময় শেষে নির্বাচনে সেনা মোতায়েন এবং সংসদ ভেঙে দেয়ার পরামর্শ সুপারিশ করেছে। সেক্ষেত্রে সিইসির ওপর নির্বাচনী সরকারি হস্তক্ষেপের আশঙ্কা করেছে এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আত্মা তখনই শান্তি পাবে, যদি বাংলাদেশে আর কোনো রাজাকার সমর্থিত কিংবা সামরিক সমর্থিত সরকার গঠন না হয়। গণতান্ত্রিক দেশ হলে হাইকোর্টের রায়ের পর সরকার পদত্যাগ করতো মির্জা ফখরুলের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানের কোনো আইন হাইকোর্টের মাধ্যমে বাতিল হলে, সেখানে সরকারের পদত্যাগের কোনো সম্পর্ক নেই। বিচার বিভাগ তার বিচার বিভাগের কাজ করেছে, আইন বিভাগ তার আইন বিভাগের কাজ করেছে। সেখানে সংবিধানের সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থাকলে আদালতের মাধ্যমে সমাধান হচ্ছে। সেখানে সরকারের পদত্যাগের প্রশ্নই ওঠে না। এতে করে গণতন্ত্র মজবুত হচ্ছে বলে তিনি মনে করেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার সহিদ হাসান, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা।

পরে মন্ত্রী কুষ্টিয়ার মিরপুর উপজেলার তিনটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এগুলো হলো- বহলবাড়িয়া সোনা মিয়ার বাড়ি থেকে আব্দুল হান্নান মাস্টারের বাড়ি পর্যন্ত ২৮৭ মিটার সড়কের উন্নয়ন, বহলবাড়িয়া মজনু ফকিরের বাড়ি থেকে মিরপুর উপজেলা সড়ক পর্যন্ত ২৯১ মিটার রাস্তার উন্নয়ন এবং খাদিমপুর মহব্বত মালিথার বাড়ি থেকে ৪৬৭ মিটার আরএইচডি রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করেন।