কুষ্টিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড : ৫ জন আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় আবদাল গনি (৫৫) নামে এক ভুয়া চিকিৎসককে দু বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে কুষ্টিয়া লিমিটেড অফিস থেকে ৱ্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করে। ৱ্যাব-১২’র কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, আবদাল গনি এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটকের পর তিনি ডাক্তারি সনদ দেখাতে ব্যর্থ হন। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুর রহমান তাকে দু বছরের কারাদণ্ড দেন। এ সময় কুষ্টিয়া লিমিটেড অফিসে অবস্থান করা আবদাল গনির পাঁচ সহযোগী পাবনার শিশির (২৭), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার মাসুদ রানা (২৫), কুষ্টিয়া উদিবাড়ির মসিদুল হক (৪০), চৌড়হাসের জিল্লুর রহমান (২৫) ও সুমন শেখ (২০) নামে ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের দাবি তারা ঠিকাদারি ব্যবসায়ের সাথে জড়িত।