কুষ্টিয়ায় নিরাপদ শ্রমঅভিবাসন বিষয়ক কর্মশালা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় নিরাপদ শ্রমঅভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌস। মাইগ্রেশন প্রোগ্রাম ব্র্যাক কুষ্টিয়ার আয়োজনে নিরাপদ শ্রমঅভিবাসন বিষয়ক জেলা পর্যায়ে শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি তার বক্তব্যে মুজিব-উল ফেরদৌস বলেন, শ্রমঅভিবাসীরা নিরাপদ বিদেশ গমন বিষয়ে সঠিক তথ্য না জানার কারণে তারা সরকারি ও বেসরকারি পর্যায়ে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। চাকরি নিয়ে বিদেশ গমনে প্রতারণার শিকার হচ্ছেন। নাগরিক সমাজের প্রতিনিধিদের সচেতন, প্রশিক্ষণ এবং নিরাপদ অভিবাসন বিষয়ে অভিবাসীদের সচেতন করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন ব্র্র্যাকের জেলা প্রতিনিধি মোতাহার হোসেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাজ্জাদ হোসেন।