কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে একজন নিহত

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আজের উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম শাহীন জানান, জয়রামপুর এলাকার নুরুজ্জামানের কারখানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় আজের উদ্দিন সংঘর্ষ ঠেকাতে গিয়ে দুই পক্ষের মাঝখানে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আজের উদ্দিনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সংঘর্ষে দুজন আহত হওয়ায় তাদের ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, হার্ট অ্যাটাক না আঘাতে আজের উদ্দিনের মৃত্যু হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালমর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।