কুষ্টিয়ায় খাবার হোটেলে ধর্মঘট

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খাবারের হোটেলগুলোতে ধর্মঘট চলছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে এই ধর্মঘট শুরু করেন হোটেল মালিকরা। এতে শহরে আসা বহিরাগত লোকজন ভোগান্তিতে পড়েছেন চরমে। হোটেল শ্রমিকরা জাহাঙ্গীর হোটেল, বাগাট সুইটস ও শিল্পী হোটেলে হামলা চালিয়ে মারধর করাসহ হোটেল মালিক সমিতির অফিস সহকারী স্বপনকে মারধর করার প্রতিবাদে হোটেল মালিকদের ডাকে এই ধর্মঘট পালিত হচ্ছে। গত সোমবার সকালে মে দিবস উপলক্ষে ছুটি থাকার পরেও কিছু শ্রমিক প্রয়োজনের তাগিদে হোটেলে কাজ করায় মালিকদের সাথে খারাপ আচরণ করেন। এছাড়াও শিল্পী হোটেল ও বাগাট হোটেলে গিয়ে অন্য কর্মচারীদের মারধর করে হোটেল থেকে বের করে নিয়ে আসেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

জানা যায়, হোটেল মালিক শ্রমিকের নেতা রমজান, লিয়াকত, আহাদ, কালাম, হযরতসহ আরও অনেকে সকালে জাহাঙ্গীর হোটেলের কয়েকজন কর্মচারীকে হোটেলের ভেতর থেকে মারধর করে টেনেহেঁচড়ে বের করে আনে। এ সময় হোটেল মালিক বাঁধা দিলে তার ওপরও চড়া হয়। এ সময় রেস্তোঁরা মালিক সমিতির অফিস সহকারী স্বপন হোটেল মালিকের সাথে খারাপ আচরণের জন্য প্রতিবাদ করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে স্বপনকে বেধড়ক মারধর করে। পরে তারা বাগাট মিষ্টান্ন ভাণ্ডার ও শিল্পী হোটেলে গিয়ে কয়েকজন শ্রমিককে মারধর করে। কুষ্টিয়া পুলিশ সুপার এসএম মেহেদী হাসান ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।