কুষ্টিয়ায় অতিরিক্ত টাকা না দিলে পরীক্ষায় ফেল

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি (ভোকেশনাল) শাখার পরীক্ষার্থীদের কাছ থেকে ৫ হাজার টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। টাকা না দিলে পরীক্ষায় ফেল করিয়ে দেয়া হবে বলে হুমকি দেয়া হচ্ছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই অতিরিক্ত এ অর্থ আদায়ের সিদ্ধান্ত নেয়ায় এ ব্যাপারে সংবাদ প্রকাশ করে কোনো লাভ নেই বলে জানিয়েছেন ওই বিদ্যালয়ের ভোকেশনাল শাখার সেই অভিযুক্ত শিক্ষক সালাহউদ্দিন।

ওই বিদ্যালয়ে ৪০ ছাত্র-ছাত্রী এসএসসি ভোকেশনাল শাখায় পরীক্ষায় অংশগ্রহণ করবে। অতিরিক্ত টাকা আদায় করায় রেজিস্ট্রেশন করতে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা। এ নিয়ে পরীক্ষার্থী ও ক্ষুব্ধ অভিভাবকদের সাথে অভিযুক্ত শিক্ষকদের প্রায় হট্টোগল হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের সাথে যুক্তি করে অতিরিক্ত ৫ হাজার টাকা না দিলে পরীক্ষায় ফেল করিয়ে দেয়ার হুমকি দিচ্ছেন ইলেক্ট্রিক্যাল ট্রেড ইন্সটেকক্টর সালাহউদ্দিন। তবে অতিরিক্ত টাকা আদায়ে ছাত্র-ছাত্রীদের কোনো রশিদ দেয়া হচ্ছে না। এর প্রতিবাদ করলেও পরীক্ষায় ফেল করিয়ে দেয়ার হুমকি দিয়েছে শিক্ষকরা। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার জানান, বোর্ড ফির বাইরে কোনো অর্থ না নেয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। অতিরিক্ত অর্থ নিলে ব্যবস্থা নেয়া হবে। তবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন, ‘এমন তথ্য আমার জানা নেই। যদি এমন হয়ে তাকে তাহলে আমরা শিগগিরই সভা ডেকে ব্যবস্থা গ্রহণ করবো।