কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুর ইউপি নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

 

 

কুষ্টিয়া প্রতিনিধি: ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফার নির্বাচনে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬ ইউনিয়নে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

গতকাল সোমবার রিটার্নিং কর্মকর্তাগণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ২৭ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সংরক্ষিত ও সাধারণ সদস্যদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন। দল থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের দলীয় প্রতীক আর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের লটারীর মাধ্যমে প্রতীক দেয়া হয়।

এছাড়াও সংরক্ষিত মহিলা মেম্বার ও সাধারণ মেম্বারদেরও লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

অপরদিকে দৌলতপুরের ১৪ ইউনিয়নের ৭০জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সংরক্ষিত মহিলা মেম্বার ও সাধারণ মেম্বারদেরও লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ভেড়ামারা উপজেলা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাস জানান, আনন্দঘন পরিবেশে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হলো। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা নেয়া হবে। নিরাপত্তা রক্ষায় ভিজিলেন্স ও অভজারভেশন টিম গঠন ছাড়াও নিরাপত্তা সেল গঠন করা হবে। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।