কুকুরটি মারার পরই গ্রামবাসীর চোখে মুখে ফুটলো যুদ্ধ জয়ের স্বস্তি

স্টাফ রিপোর্টার: জীবননগর মনোহরপুরে হঠাত ঢোকা খ্যাপা কুকুরটা জনতা পিটিয়ে মেরেই দম নিয়েছে। মারবে না? গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১৫ মাস বয়সী এক শিশুসহ কামড়েছে ৬ জনকে। এদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শুরু হয়েছে ভ্যাকসিন দেয়ার প্রক্রিয়া। চিকিৎসক বলেছেন, খ্যাপা কুকুরে কামড়েছে যেহেতু, সেহেতু ভ্যাকসিন দিতেই হবে। অন্যথায় জলাতঙ্ক রোগে মৃত্যু অনিবার্য। যাদেরকে কামড়েছে তারা হলো- মেছের আলী (৫০), সুবর্ণা (২২), সাঈম (৫), শারমীন (৩৫) তার ১৫ মাসের সন্তান সানজিদা ও একই গ্রামের রকিম (২৮)। এদের কামড়ানোর পর গ্রামের সাধারণ মানুষ লাঠিসোঁটা নিয়ে কুকুরের সাথে শুরু করে যুদ্ধ। তাড়িয়ে ধরে লাঠিয়ে মারার পর গ্রামবাসীর চোখে মুখে ফুটে ওঠে যুদ্ধ জয়ের স্বস্তি।