কিউবা-যুক্তরাষ্ট্রের সরাসরি টেলিফোন যোগাযোগ ফের শুরু

 

মাথাভাঙ্গা মনিটর: ১৫ বছরের মধ্যে এই প্রথমবারের মতো সরাসরি টেলিফোন যোগাযোগ ফের চালু করলো যুক্তরাষ্ট ও কিউবা। কিউবার রাষ্ট্রীয় টেলিযোগাযোগ কোম্পানি এ কথা জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিযোগাযোগ কোম্পানি এটেকসা জানিয়েছে- আপাতত যোগাযোগটা ফোনকলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। গত ডিসেম্বরে দু দেশ কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করবে বলে ঘোষণা দেয়। এ ঘোষণা আসার পর দু দেশের ভেতর এ প্রথম কোনো চুক্তি স্বাক্ষরিত হলো। নতুন এ চুক্তির ফলে আমেরিকা ও কিউবার নাগরিকরা এখন সরাসরি একে অন্যের দেশের সাথে যোগাযোগ করতে  পারবে। এ যোগাযোগ ব্যবস্থা দু দেশের অবকাঠামোগত উন্নয়ন ঘটাবে। সেই সাথে দু দেশের মানুষের মধ্যে যোগাযোগে গুণগত পরিবর্তন নিয়ে আসবে বলে কোম্পানিটি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক যোগাযোগ ও নীতি নির্ধারণীর জন্য অর্থ ও বাণিজ্য-বিষয়ক ব্যুরোর সহসমন্বয়ক ডেনিয়েল সিপালভেদার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের এ মাসের শেষ দিকে কিউবার রাজধানী হাভানায় বৈঠক করার কথা রয়েছে। দু দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে  মার্কিন প্রতিনিধি দলকে সাদরে গ্রহণ করতে কিউবা প্রস্তুত বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।