কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের হাজিরা খাতায় স্বাক্ষর আছে ডাক্তার নেই : চিকিৎসা না নিয়ে ইউএনও ফেরত

 

ঝিনাইদহ প্রতিনিধি: দুপুর সাড়ে ১২টা। ডাক্তার দেখাতে স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছেন। কিন্তু মাঝ পথেই খবর পেলেন ডাক্তার এখন স্বাস্থ্য কমপ্লেক্সের নেই। তাইতো সেখান থেকেই বাড়ি ফিরে আসতে বাধ্য হলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান। তবে সরকারি নিয়মে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের বেলা ২টা পর্ষন্ত থাকার কথা থাকলেও দুপুর সাড়ে ১২টায় ডাক্তার না থাকায় তিনি উদ্বেগ ও অসন্তোস প্রকাশ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান জানান, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি তার দাঁতের চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছিলেন। এসময় তিনি তার মোবাইলফোনে হাসপাতালে আসছেন বলে আগেই ডা. কাফিকে বিষয়টি জানান। এর কয়েক মিনিট পর  স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত ডা. কাফি ইউএনওকে জানান, দাতের ডা. তন্দ্রা লতা মজুমদার এখন হাসপাতালে নেই। এ কথা শুনেই ইউএনও হাসপাতালে না গিয়ে মাঝপথ থেকে বাড়ি ফিরে যান। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রফুল্য কুমার জানান, ডা. তন্দ্রা মজুমদার সকালে হাসপাতালে এসেছিলেন এবং হাজিরা খাতায় তার স্বাক্ষর আছে। আর ওই ডা. কখন চলে গেছেন, তা তিনি জানেন না। তবে এ হাসপাতালের ডা. কাফি অপর দাতের ডা. তন্দ্রা মজুমদারকে চেনেন না, তাইতো ইউএনওকে না থাকার ভুল খবর দিয়েছেন।