কালীগঞ্জে স্যানিটারি ইন্সপেক্টর হোম কোয়ারেন্টাইনে

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেন গত ৫ মার্চ ভারতে গিয়েছিলেন। তিনি উপজেলার বেজপাড়া গ্রামের বাসিন্দা। ভারত থেকে ১৫ মার্চ দেশে এসে স্ত্রীসহ দুজনই এখন হোম কোয়ারেন্টাইনে আছেন। তার ছেলের চিকিৎসার জন্য তিনি ৫ মার্চ ভারত গমন করেন এবং ১৫ মার্চ দেশে ফিরে আসেন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে দুজনই। তারপরও স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারীতে রয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা/থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে গ্রাম পুলিশের সদস্যরা প্রতিদিন ৩-৪ বার খোঁজখবর নিচ্ছেন এবং জরুরি হিসেবে বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়েছেন।
করোনা প্রতিরোধে সার্বিক ব্যবস্থাপনা ও নিরলসভাবে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য কৃতজ্ঞতা জানাই ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম আনার, উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা, মেয়র মো. আশরাফুল আলম, কালীগঞ্জ পৌরসভা, সহকারী কমিশনার ভূমী, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াছ রহমান মিঠু চেয়ারম্যন সুন্দরপুর-দূর্গাপুর ইউপি।