কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলে নিয়োগে দুর্নীতির অভিযোগে ৩ দিন ধরে এমডি অবরুদ্ধ অবস্থান ধর্মঘট চলছে

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলে ক্যাজুয়াল ৭৮ জন কর্মচারী বৈধকরণ নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে গত মঙ্গলবার বিকেল থেকে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত মিলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের বাসভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে অবরুদ্ধ করে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছেন শ্রমিক-কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। এদিকে মিলের ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মোবারকগঞ্জ চিনিকলের সভাপতি রবিউল ইসলাম নবী ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমান জানান ,গত সোমবার মরসুমি পদে ও গত মঙ্গলবার স্থায়ী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় কিন্তু নিয়োগ কমিটি কর্মচারীদের নিয়োগ চূড়ান্ত না করে তড়িঘড়ি করে ঢাকাতে ফিরে যান। দীর্ঘ ৭-৮ বছর ধরে চুক্তিভিক্তিক শ্রমিকদের নিয়োগ দেয়ার কথা থাকলেও তাদেরকে পাশ কাটিয়ে বাইরে থেকে অর্থের বিনিময়ে শ্রমিক নিয়োগ দেয়ার অপচেষ্টার প্রতিবাদের এ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তাদের এ ন্যায্য দাবির সাথে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার একাত্মতা ঘোষণা করেছেন। এ সময় বক্তব্য রাখেন- শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক কাজী সেলিম, রফিউদ্দীন প্রমুখ।