কালীগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কালোমুখো হনুমানের মৃত্যু

 

 

ঝিনাইদহ অফিস: খাদ্যের সন্ধানে কালোমুখো হনুমানগুলো যশোরের কেশবপুরের সরকারি তত্ত্বাবধানে আস্তানা ছেড়ে ৫/৬ বছর আগে এসেছিলো ঝিনাইদহের বাণিজ্যিক শহর কালীগঞ্জে। ছোট বড় মিলে ৬/৭টি মেয়ে ও পুরুষ হনুমান এক সাথে দল বেধে গাছে অথবা বাসাবাড়ি, দোকান পাটের ছাদে এরা দিন-রাত চলাফেরা করতো। বাসাবাড়ির মালিকরা হনুমান গুলিকে বিস্কুট, পাউরুটি, কেকসহ বিভিন্ন খাদ্য খেতে দিতো। গত এক বছরে বিদ্যুতের তারে জড়িয়ে বা গাছের ডাল ভেঙে কালীগঞ্জে আসা দলের মধ্যে থেকে ৪টি কালোমুখি হনুমানের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর রোডের হাসনা ক্লিনিকের সামনে বিদ্যুতের তারে জড়িয়ে প্রায় ৩০ কেজি ওজনের একটি পুরুষ হনুমানের মৃত্যু হয়েছে। বাকি জীবিত হনুমান তিনটি বুড়ো হনুমানের মৃত্যুতে ভেঙে পড়ে।