কালীগঞ্জে বাঁশের তৈরি জরাজীর্ণ টিনের চালের নিচে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের নলডাঙ্গার এককালের প্রভাবশালী রাজার নামে নামকরণ নিশ্চিন্তপুর ভূষণ প্রাথমিক বিদ্যালয়ের বেহালদশা। বিদ্যালয়টি বাঁশের খুঁটি ও বেড়া, মাথার ওপর টিনশেড, ক্লাসরুম সঙ্কট, বাথরুমের অভাব, টিউবওয়েল নষ্ট, ফ্যানের ব্যবস্থা নেই, শিক্ষক সঙ্কট, বৃষ্টি হলে পানি পড়ে ফলে নানা সমস্যায় জর্জরিত হয়ে চলছে ছাত্রছাত্রীদের পাঠদান।

সরকার যখন প্রাথমিক শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, ঝড়ে পড়া রোধ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতসহ নানা সুযোগ সুবিধা দিচ্ছে, তখন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই করুণদশা দেখলে মনে করিয়ে দেয় আলোর কাছে অন্ধকার। স্কুলের প্রধান শিক্ষক জানান, ২০০২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি বর্তমানে ২২২ জন ছাত্রছাত্রী। শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৬টি ক্লাস রুম ১টি অফিস থাকার কথা, সেখানে আছে মাত্র ৩টি ছোট ছোট ক্লাসরুম, ১টি ছোট অফিস ৬ জন শিক্ষক থাকার কথা, কিন্তু আছে মাত্র ৪ জন, এর মধ্যে ১ জন ট্রেনিঙে, ১ জন মেডিকেল ছুটিতে। বাকি দুজন শিক্ষক দিয়ে কোনোরকম শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। একটু বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটিমাত্র টিউবয়েল থাকলে তা বেশির ভাগ সময় থাকে নষ্ট, শিক্ষক সঙকট,এর মধ্য দিয়ে চলছে পাঠদান। সমস্যা দ্রুত সমাধান করলে মানসম্মত শিক্ষা, ঝরে পড়া রোধ সম্ভব বলে এমনটি মনে করেন ভুক্তভোগীসহ এলাকাবাসী। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার সালমা খাতুন প্রতিবেদকে জানান, সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে।