কালীগঞ্জে ছয় ফুট অজগর নিয়ে বিপাকে গ্রামবাসী!

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় রায়গ্রাম এলাকার একটি বাঁশবাগান থেকে গতকাল রোববার বিকেলে গ্রামবাসী ছয় ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেছে। রায় গ্রামের বাসিন্দা শাহাজান আলী জানান, গ্রামের বিশ্বাসপাড়ার একটি বাঁশবাগানে সাপটি ঘুরে বেড়াচ্ছিলো। গ্রামবাসী সাপটিকে দেখে ধরার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। তিনি আরো জানান, সাপটি ধরতে না পেরে নিকটস্থ কাশিপুর গ্রাম থেকে সাপুড়ে হাকিমকে ডাকা হয়। তার সহযাগিতায় ছয় ফুট লম্বা অজগরটি ধরা হয়। সাপটি বন বিভাগকে না দিয়ে বর্তমানে কাশিপুরের সাপুড়ে হাকিমের বাড়িতে রাখা হয়েছে। তবে ওই গ্রামে আরো অজগর সাপ আছে বলে গ্রামবাসী আশঙ্কা করছেন।

গ্রামবাসী শাজাহান আলী জানান, অজগর সাপটি দেয়ার জন্য উপযুক্ত কোনো কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করতে পারছেন না। এদিকে বক্তব্য জানার জন্য ঝিনাইদহ বন বিভাগের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। কোটচাঁদপুর বন বিভাগের কর্মকর্তা মামুন হোসেন ঝিনাইদহের দায়িত্ব পালন করলেও তিনি ফোন রিসিভ করেননি। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটিও দীর্ঘদিন শূন্য। তবে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা কোটচাঁদপুরের ইউএনও দেব প্রসাদ পালের সাথে যোগাযোগ করা হলেও তিনিও ফোন রিসিভ করেননি।