কালীগঞ্জে চোর আতঙ্কে রাত জেগে পাহারা

কালীগঞ্জ প্রতিদিন: ১৫ দিনের ব্যবধানে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় একটি হত্যা, দু’ডজনের মতো চুরি, ডাকাতিসহ নানা অপরাধের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। কালীগঞ্জ পৌর এলাকায় চুরি, ডাকাতির ঘটনা ক্রমেই বাড়ছে বলে এলাকাবাসীর অভিযোগ। পুলিশের নিষ্ক্রিয়তায় সাধারণ মানুষ নিজেদের জানমাল রক্ষায় রাত জেগে পাড়ায় পাড়ায় পাহারা দিচ্ছেন। শহরবাসীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য দুজন ওসি, এসআই ও এএসআইসহ প্রায় ১৮জন পুলিশের জনবল রয়েছে থানা পুলিশের। কালীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে থানা পুলিশ কার্যালয় অবস্থিত। শহরবাসীর অভিযোগ পুলিশ রাতে শহরের বিশেষ বিশেষ মূল সড়কে টহল দিলেও জনবসতিপূর্ণ ওলিগলি এলাকায় টহল দিচ্ছে না বিশেষ করে শহরের চুরি, ডাকাতিসহ নানারকম অপরাধ প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। পৌর ৩নং ওয়ার্ড ফয়লা গ্রামের সাহাদ আলী অভিযোগ করে বলেন, রাতের ঘুম হারাম করে আমরা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছি।
জানা গেছে, গত ১৫ দিনে বারোবাজার ফুলবাড়ি নামকস্থানে এক অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, কালীগঞ্জ-যশোর মহাসড়কে গাছকেটে পরিবহনে ডাকাতি, পৌর এলাকায় সাংবাদিক কার্যালয়সহ ৩ দোকানে চুরি, শহরের মোটরসাইকেলসহ দু’ডজনেরও বেশি চুরি, ডাকাতির ঘটনা ঘটলেও এতে কোনো নজরদারি নেই তাদের। বিষয়টি নিয়ে কালীগঞ্জ থানা ওসি মিজানুর রহমান জানান, প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত পুলিশ টহল থাকে। এছাড়া নিজস্ব পরিবহন সঙ্কট রয়েছে।