কালবোশেখি ঝড়ে জীবননগর আমের ব্যাপক ক্ষতি : ভেঙে পড়েছে সড়কের গাছ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার ওপর দিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর কালবোশেখি ঝড় বয়ে গেছে। দমকা হাওয়াসহ কালবোশেখি ঝড়ে ক্ষেতের পাকা ধান ও আম বাগানের আমের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। বিশেষ করে কালবোশেখি ঝড়ে বাগানের আম ঝড়ে পড়ায় আম বাগান মালিকদের ক্ষতির মধ্যে পড়তে হয়েছে। গতকাল সন্ধ্যার পর বৃষ্টির সাথে শুরু হয় কালবোশেখি ঝড়। এছাড়াও ঝড়ের কারণে বাগানের আম ঝড়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরুপন করা সম্ভব হয়নি।

এক পথচারী অভিযোগ করে বলেন, ঝড়ের মধ্যে সামান্য বৃষ্টিতে জীবননগর-কারীগঞ্জ সড়কের বাঁকা ব্রিক্স ফিল্ডে ও জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের পেয়ারাতলায় রাস্তার পাশে অবস্থিত ইটভাটার মাটিতে রাস্তা পিচ্ছিল হয়ে মারাত্মক আকার ধারণ করে। রাতে ওই সড়কে চলাচলকারী অগনিত মোটরসাইকেল রাস্তার ওপর স্লিপ করে পড়ে। এত আরোহীরা আহত হয়েছে। তারা অবিলম্বে এ দুটি সড়কের ধারে অবস্থিত ইট ভাটার মালিকদের বিষয়টি নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানায়।