কার্পাসডাঙ্গায় প্রধান সড়কের ওপর দোকানপাট

উপজেলা প্রশাসনের নীরবতা ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার কার্পাসডাঙ্গা এলাকার সরকারি জমি-জায়গা বেদখল হওয়ার পর এবার প্রধান সড়ক বেদখ হওয়া শুরু হয়েছে। এ বাজারের ব্রিজমোড় এলাকা পুরো দখলদারদের কবজায় চলে গেছে। যানবাহন চলাচলের একমাত্র প্রধান সড়কটি দু দিকের দোকানপাটের কবজায় পড়ে চুপসে গেছে। কিন্তু প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। অভিযোগ উঠেছে এলাকার ক্ষমতাসীন দলের কতিপয় ব্যক্তি বিশেষ সুবিধা নিয়ে রাস্তার ওপর দোকানপাট বসানোর সুযোগ করে দিচ্ছেন।

অভিযোগকারীরা জানায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার এলাকায় প্রচুর সরকারি খাস জমি ছিলো। কিন্তু ইতোমধ্যে অধিকাংশ এসব স্থান বেদখল করে নিয়েছেন এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। কার্পাসডাঙ্গা বাজার ঘেঁষে ভৈরব নদীর ওপর নির্মিত ব্রিজের পাশ থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার দু ধার দখল করে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে পাকা স্থাপনা ও দোকানপাট। এ দশা বছর দশেক আগে শুরু হলেও এ দশায় নতুন মাত্রা যোগ করেছেন কতিপয় নামধারী ব্যবসায়ী। তারা কার্পাসডাঙ্গা বাজারের বাসস্ট্যান্ড এলাকার প্রধান সড়কটির ওপরেই দোকানপাট বসানো শুরু করেছেন। এমনভাবে রাস্তার দু পাশে দোকানপাট বসানো হয়েছে তাতে দু দিক থেকে দুটো যানবাহন আসা-যাওয়া করতে পারবে না। এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হলেও কিছু বলার সাহস পাচ্ছে না। বিষয়টি সরেজমিনে দেখে দামুড়হুদা উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে ভুক্তভোগীরা দাবি জানিয়েছে।