কার্পাসডাঙ্গার কাঞ্চনতলায় ভুট্টাক্ষেতে ছাগল যাওয়া নিয়ে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে কোপাকুপি : স্কুলছাত্রীসহ আহত ৮

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের ছাগলে ভুট্টা খাওয়াকে কেন্দ্র করে কোপাকুপির ঘটনা ঘটেছে। এতে এক স্কুলছাত্রীসহ ৮ জন আহত হয়েছে। গ্রামের শেখপাড়ায় গতকাল শুক্রবার বেলা ৮টার দিকে দু পক্ষ প্রথমে হাতাহাতি করার পর দেশীয় অস্ত্র দিয়ে কোপাকুপি করে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নুর হোসেনের ছেলের ছাগল একই পাড়ার আসানের ভুট্টা খাচ্ছিলো এ সময় আসান ছাগলাটি আটকে রাখে। নুর হোসেন ছাগল আনতে আসানের বাড়িতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পরে নুর হোসেনের লোকজনের সাথে আসানের লোকজনের সংঘর্ষ বাধে। এতে আসানের ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে রিক্তা, আসান, আলাল ও আনছার আহত হন। এছাড়া অন্য পক্ষের নুর হোসেন, রুহুল শেখ, জাহিদুল এবং রহেদ আহত হন। কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই সুব্রত বিশ্বাস জানান আমাদের কাছে সংঘর্ষের খবর আসার পর দ্রুত ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। মারামারির ঘটনায় দু পক্ষের মামলার পস্তুতি চলছে বলে গ্রামসূত্রে জানা গেছে।