কানাইডাঙ্গায় মাঠের ঘাসকাটাকে কেন্দ্র করে মারামারি

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার কানাইডাঙ্গায় ঘাস চুরির অভিযোগ তুলে আসানুর নামের একজনকে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে তাকে মাঠে একা পেয়ে একই গ্রামের সজিব তাকে মারধর করে বলে অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনায় আসানুর দামুড়হুদা মডেল থানায় মামলার প্রস্তুতি নিয়েছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে কানাইডাঙ্গা গ্রামের আলী আহম্মদের ছেলে আসানুর মাঠে থেকে ঘাস কেটে নিয়ে আসার সময় একই পাড়ার ফারুকের ছেলে সজিবকে জিজ্ঞাসা করছিলো তুমি কিছুদিন আগে আমার জমি থেকে ঘাস চুরি করেছিলে কেনো। একথা বলার পর সজিব আসানুরকে বেধরক মারপিঠ করতে থাকে। মারামারির সময় আসানুরের চাচা আব্দুল মজিদ মিয়ার ছেলে সানোয়ার মারামারি ঠেকানোর চেষ্টা করে এবং মারামারি বন্ধ করে দেয় দুজনের মধ্যে। পরে রাত ৯টায় সজিবের বাবা ফারুক প্রায় ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সানোয়ারের বাড়িতে হামলা চালায়। হামলার সময় সানোয়ার ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়। পরে কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ যেয়ে পরিস্থিতি শান্ত করে। সানোয়ার অভিযোগ করে বলেন, ফারুক গং তার বাড়িতে দেশীয় অস্ত্র প্রদর্শন করে হামলা করে। প্রাণ বাঁচাতে আমিসহ পরিবারের লোকজন পালিয়ে যেতে বাধ্য হয়। হামলার সময় বাড়িতে কাউকে না পেয়ে বাড়িতে থাকা নগদ ২ লাখ টাকা লুট করে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা আমাদেরকে মেরে ফেলার হুমকি ধামকি দিচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১১টার দিকে সানোয়ার বাদি হয়ে মামলা করার জন্য দামুড়হুদা মডেল থানায় অবস্থান করছিলেন।