কর্মসূচি ঠিক করতে বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

 

স্টাফ রিপোর্টার:নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঠিককরতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে পরামর্শ করতে যাচ্ছেন বিএনপিচেয়ারপারসন খালেদা জিয়া।আগামী রোববার রাত সাড়ে ৮টায় বিএনপির স্থায়ী কমিটির এই বৈঠকহবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান।তিনি বলেন, স্থায়ী কমিটির বৈঠকেরপরদিন ২০ দলীয় জোটের নেতাদের সাথে বৈঠক করবেন চেয়ারপারসন।মারুফ কামাল বলেন, ‘দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থা ও দ্রুত নির্বাচনেরদাবিতে চলমান আন্দোলনের কর্মকৌশল ও পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করতে এই বৈঠক ডাকা হয়েছে।’ রমজানে বিভিন্ন ইফতার পার্টিতে খালেদা জিয়া ঈদের পর আন্দোলনেরকর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন।এরপর কয়েকদিন আগে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীজানান, বিএনপির স্থায়ী কমিটি এবং ২০ দলীয় জোটের বৈঠকের পর অচিরেই কর্মসূচি চূড়ান্তকরে তা জানানো হবে।৫ জানুয়ারির নির্বাচনবর্জনকারী বিএনপি আন্দোলনের ঘোষণা দিলেও সরকারি দলের নেতারা বলছেন, এই মুহূর্তে বিএনপিরআন্দোলনে দেশবাসী সাড়া দেবে না।বিএনপি আগাম নির্বাচনচাইলেও তা প্রত্যাখ্যান করে আসছে সরকার।