করোনা প্রতিরোধে সাংবাদিকদের সাথে দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের মতবিনিময়সভা

?

দর্শনা অফিস: দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান করোনা ভাইরাস প্রতিরোধ ও গরীব-দুখি মানুষের জন্য করণীয় শীর্ষক মতবিনিময়সভা করেছেন সাংবাদিকদের সাথে। শুক্রবার বেলা ১১ টার দিকে দর্শনা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, গরীব-দুখি মানুষের জন্য শেখ হাসিনা সরকার রয়েছে। এ সরকার জনগনের সরকার, এ সরকার গরীব-দুখি মেহনতি মানুষের সরকার। তাই লকডাউন চলাকালীন জনগণের খাদ্য ব্যবস্থাও করছে সরকার। আজ-কালের মধ্যে  পৌরসভার প্রতিটি ওয়ার্ডের গরীব-দুখি মানুষের খাবার পৌছে দেয়ার ব্যবস্থা করা হবে। তবুও আপনারা কেউ বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হবেননা। দর্শনাকে সুরক্ষিত রাখতে রাস্তা-ঘাটে জীবানুনাশক স্প্রে করার সিদ্ধান্ত নিয়েছেন কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আলী আনছারী। সভায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুব রহমান কাজল বলেন, কোনভাবেই রাস্তাঘাটে ২ জনকে একসাথে দেখলেই শুরু হবে পুলিশি পিটুনি। করোনা ভাইরাজ প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে। তাই সরকারের সিদ্ধান্তের বাইরে গেলে কোনভাবে তা বরদাস্ত করা হবেনা। সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, রেজাউল ইসলাম, কাউন্সিলর আব্দুল খালেক, মঈনুদ্দিন মন্টু, সায়েকুল ইসলাম অপু, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাবেক সভাপতি হানিফ মণ্ডল, ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু, চঞ্চল মেহমুদ, মনিরুজ্জামান সুমন, সাংবাদিক আজাদ হোসেন, এফএ আলমগীর, জাহিদুল ইসলাম, আহসান হাবীব মামুন, রাজিব মল্লিক, মেহেদী হাসান তুহিন, জাহাঙ্গীর আলম, তহিরুল ইসলাম, বাকী বিল্লাহ, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহমেদ রয়েল, অনিক, ফরহাদ হোসেন প্রমুখ।