কবি নজরুলের দুই নাতনি চুয়াডাঙ্গায় আসছেন : প্রস্তুতিসভা অনুষ্ঠিত

 

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দুই নাতনি সঙ্গীতশিল্পী খিলখিল কাজী ও মিষ্টি কাজী তিন দিনের ব্যক্তিগত সফরে চুয়াডাঙ্গায় আসছেন। আগামী ২ এপ্রিল চুয়াডাঙ্গায় আসছেন তারা। তাদের সফরসঙ্গী হিসেবে সাথে থাকবেন জেলার দুই কৃতী সন্তান দেশবরেণ্য নজরুল সঙ্গীতশিল্পী এমএ মান্নান ও রাহাত আরা গীতি। সফরকালে চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের উদ্যোগে কবি নজরুলের দুই নাতনিকে আগামী ২ এপ্রিল চুয়াডাঙ্গা প্রেসক্লাব হলরুমে সংবর্ধনা জানানো হবে। পরদিন ৩ এপ্রিল কার্পাসডাঙ্গায় সোহরাব হোসেন স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় গ্রুপভিত্তিক নজরুল সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠানে তারা অতিথি বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ উপলক্ষে সোহরাব হোসেন স্মৃতি সংসদ, চুয়াডাঙ্গা   জেলা লেখক সংঘ, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ ও নজরুল স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে গতকাল শনিবার বিকেলে দর্শনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। কেরুজ হাসপাতাল সংলগ্ন ডা. শাহীনূর হায়দারের সরকারি বাসভবনে সোহরাব হোসেন স্মৃতি সংসদের সভাপতি আহাম্মদ আলী চেয়ারম্যানের সভাপতিত্বে প্রস্তুতিসভায় প্রধান অতিথি ছিলেন লেখক সংঘের সভাপতি ডা. শাহীনূর হায়দার। বিশেষ অতিথি ছিলেন নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুর ও লেখক সংঘের সহসভাপতি আবুল কাশেম মাস্টার। বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক কবি ময়নুল হাসান, যুগ্মসম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক আকলিমা খাতুন, নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুর ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন আব্দুল হামিদ, কাজী যুবায়ের ঋষী, আব্দুর রাজ্জাক, আফসানা মেহ্‌জাবিন শাপলা, শামসুল হক, কামরুজ্জামান রানা, সোনিয়া, এস আজাদ আশা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সাধারণ সম্পাদক ময়নুল হাসান। প্রেসবিজ্ঞপ্তি।