কক্ষ পরিদর্শকদের সম্মানিভাতা কম দেয়ার অভিযোগ

আলমডাঙ্গা হাটবোয়ালিয়া জেএসসি পরীক্ষা কেন্দ্রের

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা হাটবোয়ালিয়া জেএসসি পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শকদের সম্মানিভাতা কম দেয়ার অভিযোগ উঠেছে। কয়েকজন শিক্ষক টাকা নিলেও সম্মানিভাতা কম দেয়ার কারণে অধিকাংশ শিক্ষকই ওই কম টাকা গ্রহণ করেননি। বিষয়টি সুরাহার লক্ষ্যে ভুক্তভোগী কক্ষ পরিদর্শকরা উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া জেএসসি পরীক্ষা কেন্দ্রে এ বছর মোট ৩৮ জন শিক্ষক কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন। কক্ষ পরিদর্শকদের প্রতিদিন ৮৫ টাকা হারে সম্মানিভাতা দেয়ার কথা থাকলেও পরীক্ষার শেষে গতকাল বৃহস্পতিবার কেন্দ্রসচিব ওই কক্ষ পরিদর্শকদের ৮৫ টাকার স্থলে ৭৫ টাকা করে বিতরণ করেন। ৩৮জন শিক্ষকের মধ্যে ৩০ শিক্ষক ওই কম টাকা গ্রহণ করেননি। তারা অভিযোগ তুলে বলেছেন, অন্যান্য পরীক্ষা কেন্দ্রে ১’শ টাকা হারে সম্মানিভাতা দেয়া হলেও এ কেন্দ্রে ৮৫ টাকা করে দেয়া হবে বলে জানানো হয়। আবার ওই ৮৫ টাকা থেকেও ১০ টাকা করে কেটে নেয়া হচ্ছে। ভুক্তভোগীরা বলেছেন, আমরা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিতভাবে জানাবো। এ বিষয়ে কেন্দ্রসচিব আব্দুস সাত্তারের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের কেন্দ্রটি উপজেলা সদর থেকে অনেকটাই দুরে। বিধায় কিছু টাকা বাড়তি খরচ হয়ে যায়। তারপরও বিষয়টি নিয়ে আগামী শনিবার সংশ্লিষ্ট কমিটির সাথে বসে সমাধান করা হবে।