ওবায়দুল কাদেরের মায়ের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। গতকাল সোমবার রাত ১০টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। মৃত্যুকালে বেগম ফজিলাতুন্নেসা ৪ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর নোয়াখালীর সরকারি মুজিব কলেজ মাঠে নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুর খবর শোনার পর পরই শেখ হাসিনা টেলিফোনে ওবায়দুল কাদেরের সাথে কথা বলেন। তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।