ওবামাকে টপকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পুতিন

মাথাভাঙ্গা মনিটর: ক্ষমতার প্রভাবের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে টপকে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফোর্বসের নতুন তালিকা সে কথাই বলছে। এ তালিকা অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি পুতিন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ওবামা। সিরিয়া-সঙ্কট সমাধানে নেতৃত্বের প্রভাব বিস্তারে ওবামাকে হটানোর বিষয়টি পুতিনের ক্ষমতার পাল্লা ভারী করে তুলেছে। তিন বছর ধরে এ তালিকার প্রথম অবস্থান দখল করে রেখেছিলেন ওবামা। প্রথমবারের মতো তাকে টপকে শীর্ষস্থান দখল করে নিলেন পুতিন। ১৩ বছরের শাসনকালে রাশিয়ার ওপর নিজের নিয়ন্ত্রণকে একীভূত করতে সমর্থ হয়েছেন পুতিন। অন্যদিকে পর পর দু মেয়াদে খুব একটা সাফল্য দেখাতে পারেননি ওবামা। মার্কিন সরকারের সাম্প্রতিক শাটডাউন’র সর্বশেষ উদাহরণ। চলতি বছরের আগস্ট মাসে উইকিলিকসের কাছে তথ্য ফাঁসকারী মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেয় রাশিয়া।