ওবামাকে খামেনির গোপন চিঠি

মাথাভাঙ্গা মনিটর: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটি গোপন চিঠি পাঠিয়েছেন। গত অক্টোবরে ওবামার কার্যালয় থেকে খামেনিকে একটি প্রস্তাবসহ চিঠি পাঠানো হয়েছিলো। তার উত্তরেই এ চিঠি পাঠান খামেনি। পরমাণু আলোচনা চলাকালীন গত কয়েক সপ্তার মধ্যেই তিনি চিঠিটি পাঠিয়েছেন বলে জানা গেছে। এক ইরানি কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য দিয়েছে। একটি পরমাণু চুক্তিতে উপনীত হওয়া সম্ভব হলে, কট্টরপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার সম্পর্ক গড়ে উঠতে পারে, ওই চিঠিতে এমন প্রস্তাব দিয়েছিলেন ওবামা। ওবামার চিঠির প্রতি সম্মান জানিয়ে খামেনি চিঠি পাঠালো, তাতে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি ছিলো না। ওই চিঠির ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি। এদিকে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস।