এসএ গেমসে সোনাজয়ী তিরন্দাজ ইতিকে সংবর্ধনা দিয়েছে ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়

স্টাফ রিপোর্টার: এসএ গেমসে সোনাজয়ী তিরন্দাজ ইতি খাতুনকে সংবর্ধনা দিয়েছে তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়। গতকাল সোমবার বেলা ১০ টায় বিদ্যালয় মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। ইতি বিদ্যালয়টির নবম শ্রেণির ছাত্রী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএমসি সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, সংবর্ধিত ইতি খাতুন এবং ঝিনুক প্রাথমিক বিদ্যালয় এসএমসি সভাপতি হাবিল হোসেন জোয়ার্দ্দার, ইতির বাবা ইবাদত আলী, অ্যাড. শামীম রেজা ডালিম, ফেরদৌস ওয়ারা সুন্না। অন্যদের মধ্যে শিক্ষক আলী নাসির, শামসুন্নাহার শিলা, গোলাম মওলা ও বিদ্যালয়ের ছাত্রীরা বক্তব্য রাখেন।
ইতি খাতুন বলেন, এসএ গেমসে সাফল্যের পর এবার লক্ষ্য অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন এবং বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনা।
বিদ্যালয়ের সভাপতি অ্যাড. নুরুল ইসলাম বলেন, এসএ গেমসে স্বর্ণজয়ী স্কুলের ছাত্রী ইতি খাতুনকে বিদ্যালয়ের পক্ষ থেকে ১০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ক্রীড়াঙ্গনে যারা এ ধরণের সাফল্য বয়ে আনবে তাদেরকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধিত করা হবে।