এসএসসি ইংরেজি পরীক্ষায় বহিষ্কার ৯৯

স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে অনিয়মের জন্য বিভিন্ন বোর্ডে ৯৯ শিক্ষার্থী এবং চার পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সারাদেশে ৫ হাজার ২৯ শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। এসএসসি পরীক্ষা উপলক্ষে স্থাপিত শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। এ নিয়ে গত তিন দিনের পরীক্ষায় ১৭ হাজার ২১ জন শিক্ষার্থী অনুপস্থিত এবং ১৩২ পরীক্ষার্থী ও পাঁচ  পরিদর্শককে বহিষ্কার করা হলো। বৃহস্পতিবার আট বোর্ডের অধীনে এসএসসিতে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে ফিকক ও উলুসুল ফিকহ এবং কারিগরি বোর্ডের অধীনে দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনালে ইংরেজি-২ পরীক্ষা হয়েছে। তৃতীয় দিনে পরীক্ষায় নকলের দায়ে কারিগরি বোর্ডে ১৯ জন, মাদরাসা বোর্ডে ১১ জন, ঢাকা বোর্ডে ১৪ জন, রাজশাহীতে ছয় জন, কুমিল্লায় ৩০ জন, যশোরে দু জন, চট্টগ্রামে তিন জন, বরিশালে ১১ জন এবং দিনাজপুর বোর্ডে তিন জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। আর ঢাকা বোর্ডে এক হাজার ২৪ জন, রাজশাহীতে ৩০০ জন, কুমিল্লায় ৪৬২ জন, যশোরে ৪০৯ জন, চট্টগ্রামে ৩০৭ জন, সিলেটে ২১১ জন, রবিশালে ২০৪ জন এবং দিনাজপুর বোর্ডে ৩৫২ জন অনুপস্থিত ছিলো। এছাড়া মাদরাসা বোর্ডে ৮০৩ জন এবং কারিগরি বোর্ডে এক হাজার ৫৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো বলে নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়। দেশের দু হাজার ৯৪২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখের বেশি শিক্ষার্থী।